হাজারীবাগের ট্যানারি জরিমানার শুনানি ৩০ মার্চ

প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৬:৪৮

সাহস ডেস্ক

ট্যানারিগুলোর জরিমানার আবেদনের শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

২৭ মার্চ (সোমবার) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অপর বিচারপতিরা হলেন সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজারীবাগে ট্যানারি চালু রাখায় গত বছর ১৫৪ প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করে দেন আপিল বিভাগ। পরে মালিকরা এ আদেশের রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

শুনানিতে ফজলে নূর তাপস আদালতকে জানান, এরই মধ্যে ট্যানারি মালিকদের পক্ষ থেকে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ এক কোটি ৪৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

গত ২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারির ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আবেদন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত