বিচারকদের বিধিমালা প্রকাশে আরও এক সপ্তাহ সময়

প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১১:৫২

সাহস ডেস্ক

নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধিমালা গেজেট আকারে প্রকাশে ‘শেষবারের মতো’ এক সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

২৮ মার্চ (মঙ্গলবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সময় দেন। এর আগে আরও চার সপ্তাহের সময়ের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

১৯৯৯ সালের ০২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিলো।

গত বছরের ২৪ নভেম্বর অ্যাটর্নি জেনারেল গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ সময় চাইলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন। পরে ০১ ডিসেম্বর আইনমন্ত্রী ফিলিপাইনে রয়েছেন বলে ফের এক সপ্তাহ সময় চাওয়া হয়।

সময় মঞ্জুরের পরও ০৮ ডিসেম্বরের পর থেকে আরও কয়েক দফা সময় বাড়িয়ে নেন রাষ্ট্রপক্ষ।

গত বছরের ০৮ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর মধ্যে ১২ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি।

পরে অবশ্য অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, আইন মন্ত্রণালয়- সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এটির বিশেষ অংশ সংশোধন করে পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।  

এ কারণে এবং দুই সচিব আদালতে হাজির হওয়ার পর লিখিত ব্যাখ্যা দিলে গেজেট প্রকাশে আরও সময় দেন আদালত।

এরপর থেকে গত তিনমাসে আরও কয়েকদফা সময় বাড়িয়েও গেজেট প্রকাশ করতে পারেননি রাষ্ট্রপক্ষ। আদালতের নির্দেশে বার বার সময় নেওয়ার কারণ লিখিত আকারেও জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত