বাগেরহাটে ট্রলারডুবে ৪ নারীর মৃত্যু, নিখোঁজ ১৮

প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৭:১৫

সাহস ডেস্ক

বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে খেয়া পারাপারের সময় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ৪ নারী যাত্রীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, আরও ১৭/১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। 

২৮ মার্চ (মঙ্গলবার) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

মোড়েলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, ২৮ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় ইঞ্জিনচালিত একটি ট্রলার পানগুছি নদীর ছলুমবাড়ীয়া খেয়া ঘাট থেকে প্রায় ৭০/৮০ জন যাত্রী নিয়ে মোরেলগঞ্জের পুরাতন থানা খেয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে খেয়াঘাটের কাছে এসে ট্রলারটি ডুবে যায়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি কূলে ভেড়ার সময় মাঝ নদী দিয়ে নৌ বাহিনীর একটি জাহাজ যাচ্ছিল। ওই জাহাজের প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৭/১৮ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে পুলিশ চার নারীর লাশ উদ্ধার করেছে। তবে, উদ্ধারকৃত লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মোড়েলগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ওবায়দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে এখনও ১৭/১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত