বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৭, ১২:৪১

সাহস ডেস্ক

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। 

আজ বুধবার (০৫ এপ্রিল) অভিযোগ গঠনের শুনানির ধার্য তারিখে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালতে হাজির হন সাংসদ বদি। এসময় তার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে সময়ের আবেদন করেন।

বিভাগীয় বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আদালত আবেদন মঞ্জুর করলেও সময় পরবর্তীতে নির্ধারণ করবেন।

এর আগে গত ২০ মার্চ একই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাংসদ বদি।

জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরীর ডবলমুরিং থানায় সাংসদ বদির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ।  মামলা নম্বর ৩০ (১২) ০৭।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত