ভাঙা হচ্ছে পাকিস্তান দূতাবাসের অবৈধ অংশ

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৭, ১১:১৯

সাহস ডেস্ক

ফুলের টব ও পুলিশ বক্স বানিয়ে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করেছিল পাকিস্তান দূতাবাস। তাই এসব ভেঙে রাস্তা প্রশস্থ করাসহ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। 

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় এসব টব ও পুলিশ বক্স গুড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদ অভিযানে মেয়র আনিসুল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নিজ উদ্যোগে এসব স্থাপনা স‌রিয়ে নিয়ে দূতাবাস অফিসে বার্তা পাঠিয়েছিলেন মেয়র আনিসুল হক। কিন্তু দূতাবাস থেকে তা না করায় এসব অবৈধ টব ও পু‌লিশ বক্স উচ্ছেদ করবে ডিএন‌সি‌সি।

একইভাবে দখল করেছিল ইটালিয়ান দূতাবাস। গুলশান-২ সার্কেলের ৭৪ নম্বর রোডের ইটালিয়ান দূতাবাসের সামনের রাস্তার উপর বসানো আছে ৪ ফুট করে দীর্ঘ ২০টি ফুলের টব। এছাড়া রয়েছে পুলিশ বক্স। তাও উচ্ছেদ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত