চার জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৭, ১৮:১০

সাহস ডেস্ক

মাগুরায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

১১ এপ্রিল (মঙ্গলবার) আদালত মামলাটি আমলে নিয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্রুনালে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আইনজীবী সমর জোয়াদ্দার জানান, বাদি খোকন বিশ্বাসের অভিযোগ-তার পিতা মাগুরা শালিখা উপজেলার সিমাখালী গ্রামের রজব আলী বিশ্বাসকে ১৯৭১ সালের ১৫ আগস্ট বাড়ি থেকে ধরে নিয়ে আসামিরা জবাই করে হত্যা করে। তারা হলো- পার্শ্ববর্তী যশোর বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাজাকার আমজাদ মোল্ল্যা, কেরামত মোল্ল্যা, ওহাব মোল্ল্যা ও ফসিয়ার মোল্ল্যা।

এবিষয়ে রজব আলী বিশ্বাসের নাতি জানান, ৪৬ বছর পর নানার হত্যাকারী রাজাকারদের বিরুদ্ধে মামলা করতে পেরেছি। বিচারের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে এ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট সম্পা বসু ১১ এপ্রিল (মঙ্গলবার) নথি পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে তদন্তক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত