রামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ২

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৭, ২০:০৭

রামগঞ্জ প্রতিনিধি

রামগঞ্জ পৌর শহরের আনসার ক্যাম্প সংলগ্ন রামগঞ্জ-চট্টগ্রাম সড়কে ঢাকা থেকে রামগঞ্জগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে এক অটোরিক্সা চালককে চাপা দিয়ে পাশ্ববর্তি খালে পড়ে যায়। এসময় বাস চাপায় অজ্ঞাত রিক্সাচালক (৪০) ঘটনাস্থলেই নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা থেকে রামগঞ্জগামী হিমাচল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১১০৫০৩) দ্রুত গতিতে এসে পৌর আনসার ভিডিপি ক্যাম্পের নিকট রামগঞ্জ থেকে বালুয়া চৌমুহনিগামী অটো রিক্সাকে চাপাদিলে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হয়। হাসপাতালে নেওয়ার সময় আরো একজনের মৃত্যু হয়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তি খালে পড়ে যায়। চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়ে। এসময় যাত্রীবাহি বাসে তেমন যাত্রী না থাকায় আহতের খবর পাওয়া যায়নি।

একজন যাত্রী অভিযোগ করে বলেন, পথিমধ্যে গাড়ির মূলচালক নেমে গিয়ে বাসটি রামগঞ্জ টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য হেলপারকে দায়িত্ব দিলে এ দুর্ঘটনায় পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত