দামুড়হুদার হাউলি ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:১০

শামসুজ্জোহা পলাশ

দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ হওয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয় পরিষদের নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নির্বাচনের দু’দিন আগে নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

রবিবার সকাল ১০টার দিকে ঘণ্টাব্যাপি মানববন্ধন করা হয়।

জানা যায়, ১৬ এপ্রিল জেলার দামুহুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এরই মাঝে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। এর আগে নির্বাচনি এলাকার লোখনাথপুর গ্রামের মৃত্যু আকরাম আলীর ছেলে আকবার আলী ইউনিয়ন বিভাজনের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। উক্ত রিট আবেদনে মহামান্য আদালত ১৩ এপ্রিল ২ মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।  নির্বাচনের সকল রকম প্রস্তুতি সম্পন্ন হওয়ার মাত্র ৭২ ঘণ্টা আগে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীসহ নির্বাচনি এলাকার লোকজন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ নিজের লোক দিয়ে হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করেছে বলে অভিযোগ করেন।

এব্যাপারে চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহা বলেন, ইউনিয়নের একজন ভোটার মহামান্য হাইকোর্টে ইউনিয়ন বিভাজনের জন্য রিট আবেদন করলে মহামান্য হাইকোর্ট দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত