রামগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী মাহেনার পারভীন পান্না বিজয়ী

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৭, ২০:২৫

রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী (নৌকা প্রতীক) মাহেনারা পারভিন পান্না ১০,৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী (ধানের শীষ প্রতীক) ফেরদৌসি সুলতানা পেয়েছেন ৫২৩ ভোট, জামায়াত প্রার্থী এস এম নাজমুল শাহাদাত (আনারস প্রতীক) ৩২৩ ভোট, স্বতন্ত্র প্রাথী  ইমাম হোসেন রাজু (ঘোড়া প্রতীক) ৩১ ভোট, মোঃ এজি মাহমুদ মোটর (সাইকেল প্রতীক) ৬১, সাবেক চেয়ারম্যান মফিজ উল্লাহ (টেবিল ফ্যান) ১৪ ভোট পেয়েছেন। মোট ভোট ১৭,০৮৩, কাস্ট ভোট ১১,৪৯৭।

নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার হারুন অর রশিদ জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাহেনারা পারভিন পান্না (নৌকা প্রতীক) পেয়েছেন ১০,৫৪৫। নিকটতম প্রতিদ্ধন্ধি বিএনপির প্রাথী (ধানের শীষ) পেয়েছেন ফেরদৌসি সুলতানা  ৫২৩ ভোট।

অপরদিকে ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) ৩৬৯ ভোট, তার নিকটতম প্রতিদ্ধন্ধি মোঃ শাহজাহান (মোরগ প্রতীক) পেয়েছেন ৩৩৬ ভোট। মোট ভোট ১,৫৬১। কাস্ট ভোট ৭০৫।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত