গোপালগঞ্জে এসিড সন্ত্রাস মামলায় ২ জনের কারাদণ্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৭, ১৭:২৪

সাহস ডেস্ক

গোপালগঞ্জে কলেজছাত্রী আঁখি বাকচীকে (২০) এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় দেন।

এদের মধ্যে রথিন ঘোষকে ১৪ বছর ও অপর আসামি অসীম রায়কে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা  করেছেন আদালত। এ মামলার প্রধান আসামি রথিন ঘোষ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে সুবাস বাকচীর মেয়ে কলেজছাত্রী আঁখি বাকচীকে ২০১৫ সালের ৯ মে রাতে এসিড ছুড়ে  ঝলসে দেয় একই এলাকার সুধাংশু ঘোষের ছেলে রথিন ঘোষ ও তার বন্ধু অসীম রায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত