গ্যাসহীন মিরপুর এলাকা

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭, ১৭:০১

সাহস ডেস্ক

রাজধানীর মিরপুরের বৃহত্তর এলাকায় ২১ এপ্রিল (শুক্রবার) সকাল থেকে গ্যাস নেই। এতে ভোগান্তি পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। মেট্রোরেলের কাজের জন্য গ্যাস লাইন সংস্কারের অংশ হিসেবে গ্যাস বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, রোকেয়া সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৭, মিরপুর ৯, মিরপুর ১০, মিরপুর ১১, মিরপুর ১৩, মিরপুর ১৪, পল্লবী, কালশী, ইব্রাহিমপুর, কাফরুল প্রভৃতি এলাকায় আজ সকাল থেকে গ্যাস নেই।

ভুক্তভোগীরা বলছেন, গত ছয় মাস ধরে মাঝেমধ্যে এভাবে গ্যাস বন্ধ রাখা হচ্ছে। গ্যাস বন্ধ রাখার ঘোষণা কখনো প্রচার করা হচ্ছে, কখনো হচ্ছে না।

মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা আহসান হাবিব বলেন, গ্যাস না থাকায় রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে হয়েছে। রেস্তোরাঁয় দীর্ঘ সারি ছিল। আবার খাবারের দামও রাখা হয়েছে বেশি।

তিতাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, পাঁচটি এলাকায় সংস্কারকাজের জন্য ২০ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে গ্যাস বন্ধ করা হয়। রাতেই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তবে ২১ এপ্রিল (শুক্রবার) দ্রুত গ্যাস চলে আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত