ডিমলায় মোটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৮:২২

নীলফামারীর ডিমলায় রবিবার সকালে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডিমলা উপ-কমিটির উদ্যোগে ৪ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

উপজেলা স্মৃতিঅম্লানে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডিমলা উপ-কমিটির উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধন, পরিবহন শ্রমিকদের নিয়োগ পত্র প্রদান ও বাজারদর অনুযায়ী বেতন খোরাকী বৃদ্ধি, পরিবহন শ্রমিকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান ও সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারা আইনে মামলা না করার দাবিতে বেলা ১১টা হতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের কায্যকরী সভাপতি মাহাবুব রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা নূর ইসলাম ও ডিমলা উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ভুইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত