‘খাবার ঘরে পৌঁছে দেবো’

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৫৯

সাহস ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পাহাড়ি ঢল ও অকাল বন্যায় আপনাদের ফসল তলিয়ে  গেছে। গত একমাস ধরে আপনারা কষ্টে আছেন। দুশ্চিন্তা করবেন না, আপনার খাবার আমরা ঘরে পৌঁছে দেবো।

২৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে নেত্রকোনা জেলার বারোহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম তাহেরা-মান্নান স্মৃতি উচ্চ  বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই সব কথা বলেন। অনুষ্ঠানে  ৩৩০ জন বন্যাদুর্গত  মানুষের মাঝে আগামী ১০ দিনের জন্য ১৫ কেজি করে চাল ও ৫শ’ নগদ টাকা বিতরণ করা হয়। 

ত্রাণমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের জন্য ১৫ কেজি চাল ও ৫শ’ টাকা দিয়ে গেলাম। আগামী মাস থেকে প্রতি পরিবার ৩০  কেজি চাল ও নগদ ৫শ’ টাকা পাবেন। দেশে খাদ্যের কোনও অভাব নেই। এটি শেখ হাসিনা সরকারের অঙ্গীকার।

এ সময় দেশে এনজিওগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, আগামী এক বছর এ অঞ্চলের মানুষের প্রতি আপনারা কোনও জোর  করবেন না। আপনারা দেশবাসীকে কষ্ট দেবেন না।

এ সময় তিনি বন্যা দুর্গত এলাকার মানুষদের ত্রাণ নেওয়ার আগে কী বরাদ্দ দেওয়া হয়েছে এবং কী পাচ্ছেন তা জেনে নেওয়ার  আহ্বান জানান।

এ সময় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মুশফিকুর রহমান উপস্থিত  ছিলেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত