রেলে নিয়োগে দুর্নীতি, মৃধাসহ চারজনের কারাদণ্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৩৩

সাহস ডেস্ক

রেলের সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগের দুর্নীতির অভিযোগে করা দুই মামলায় রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনের চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই দুই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউসুফ আলী মৃধা, জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার (বরখাস্ত) গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী (বরখাস্ত) হাফিজুর রহমান।
রায় ঘোষণার পর দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির দুই মামলায় মৃধাসহ তিন আসামির মোট চার বছর বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। পাশাপাশি ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাঁদের আরও ছয় মাস জেল খাটতে হবে। 
দুদক সূত্র জানায়, দুই মামলায় ১৮ জন করে সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা হয়।
তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ আগস্ট ফুয়েল চেকার পদে এবং ১৮ আগস্ট সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
২০১৪ সালের ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে মৃধাকে কারাগারে পাঠানো হয়।
সবশেষ গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় ঢাকার আদালতে তিন বছরের সাজা হয় মৃধার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত