শিবগঞ্জে মাদ্রাসার জমি দখলের অভিযোগে প্রধান শিক্ষকের কারাদণ্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:৩২

জাকির হোসেন পিংকু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নাম ভাঙ্গিয়ে মাদ্রাসার জমি দখলে সরাসরি জড়িত থাকার অপরাধে গোসাইবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান ওরফে মাসুদকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, ওই প্রধান শিক্ষক স্কুল জাতীয়করণ করা হবে মর্মে প্রলোভন দেখিয়ে একাধিক শিক্ষকের নিকট হতে অর্থ গ্রহণ করে তা আত্মসাৎ করেন। পাশাপাশি ব্যক্তিগত জমিতে স্কুল স্থাপন করে সেই স্কুলকে গোপনে জাতীয়করণ করার অপচেস্টায় লিপ্ত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত