সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করলেন গওহর রিজভী

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৭, ১৮:১০

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ট ড. গওহর রিজভী বলেছেন, বর্তমান সরকার আমদানী-রপ্তানী কার্যক্রম সহজ করার লক্ষ্যে দেশের স্থলবন্দরগুলোর আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে।

সরকারের এই উদ্যেগ সফল করতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, আমদানী-রপ্তানীকারক ও বন্দর সংশ্লিস্টদের সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার সন্ধ্যায় দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান, রাজশাহী কাস্টমস কমিশনার মোয়জ্জেম হোসেন, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম প্রমুখ।

এর আগে ড. গওহর রিজভী দুপুরে বিমানযোগে রাজশাহী এসে পৌঁছার পর সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জ আসেন। রাতে তার সাথে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে সাক্ষাৎ করেন সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় পুলিশ সুপার টি,এম মোজাহিদুল ইসলাম সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত