কেরানীগঞ্জে আটক তরুণদের বিরুদ্ধে মাদক আইনে মামলা

প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৬:৪৬

সাহস ডেস্ক

সমকামিতার অভিযোগ এনে ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে ২৮ তরুণকে গ্রেপ্তারের পর তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজ শুক্রবার (১৯ মে) র‍্যাব-১০-এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘তরুণরা র‍্যাবের কাছে সমকামিতার কথা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) রাতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সমকামিতায় লিপ্ত না হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’

মেজর মনজুর নামের র‍্যাবের আরেক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, ওই কমিউনিটি সেন্টারে মাদক ও কনডম পাওয়া গেছে। আটক তরুণরা সমকামী। সেখানে তারা মিলিত হতে গিয়েছিলেন।

বাংলাদেশে সমকামিতার বিরুদ্ধে বেশ কড়া আইন রয়েছে। সমকামিতার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও হতে পারে। সমকামিতার এই আইন উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রণয়ন করা হয়। এখন পর্যন্ত আইনটিতে কোনো সংশোধন আনা হয়নি।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত