হাতিয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ২৫ মে ২০১৭, ১২:১১

হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ, বিদ্যুৎ কতৃপক্ষের অনিয়ম ও আদালতের নির্দেশে বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও ভাংচুর করেছে গ্রাহকরা।

জানা গেছে, গত ১ মাস ধরে পরপর ৩টি ইঞ্জিনের মধ্যে ২টি বিকল হয়ে যায়। শুধুমাত্র উপজেলা পরিষদ ছাড়া বাকী গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্ছিত হওয়ায় বুধবার দুপুর ২ ঘটিকার সময় হাতিয়ার সবস্তরের জনগণের পক্ষের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিদ্যুৎ অফিসের সামনে এসে শেষ হয়।

পরে স্থানীয় গ্রাহকেরা আদালতের নির্দেশ অনুযায়ী বিদুৎ সরবরাহের জন্য দাবি জানান।

এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী মসিউর রহমান জানান, বিকল হওয়া ইঞ্জিনগুলো মেরামতের কাজ চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত