সাভারে ফের জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে

প্রকাশ : ২৭ মে ২০১৭, ১০:৫৩

সাহস ডেস্ক

ঢাকার পাশ্ববর্তী এলাকা সাভারে ঘেরাও করে রাখা পৃথক দু’টি জঙ্গি আস্তানায় আবারও অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছলে ২৭ মে (শনিবার) সকালে আবারও অভিযান শুরু  কথা রয়েছে।

এরই মধ্যে  ২৭ মে (শনিবার) সকালে জঙ্গি আস্তানায় আবারও অভিযান শুরুর প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নামা গেন্ডা চিকন গলির জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রাখা হয়েছে। দুটি জঙ্গি আস্তানার আধা কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

এর আগে, সাভারে পৃথক দুটি স্থানের দু’টি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। একটি বাড়ি গলিতে অবস্থিত। অন্য বাড়িটির অবস্থান শহর থেকে ৩ কিলোমিটার দূরে সাভারে নামা গেন্ডা গ্রামে।দু'টি জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়। অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াটও।

অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ২৬ মে (শুক্রবার) রাতে জানান, রাতের অন্ধকারে অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে আগামী ২৭ মে (শনিবার) দিনের আলোতে ফের অভিযান চলবে। সারারাত সতর্ক পাহারা থাকবে। এরই অংশ হিসেবে জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত থেকে সাভারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় সকালে অভিযান বিঘ্নিত হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত