লক্ষ্মীপুরে প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ

প্রকাশ : ০৫ জুন ২০১৭, ১৪:১০

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অধিপ্তরের উদ্যোগে আয়োজিত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা, জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ক প্রকল্প পরিচালক কামরুল হাসান, সহকারী পরিচালক মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা।

বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুনিল চন্দ্র ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম, চর রমণী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।

পরে ঝড়ে ও প্রাকৃতিক দুর্যোগে মেঘনা নদীতে নিহত ১৭ জেলে পরিবারের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। নিহতের বাড়ি সদর উপজেলার চরমণী মোহন এলাকায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত