দুই মামলায় ভূমিমন্ত্রীর পুত্র তমাল শরীফের জামিন

প্রকাশ : ১৩ জুন ২০১৭, ১৬:৩৪

পাবনা প্রতিনিধি

হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুই মামলায় ভূমিমন্ত্রীর ছেলে তমাল শরীফের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে তিন দফা জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার পরিদর্শক (এসআই) শাহীন মিয়া জানান, মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে দুই মামলায় জামিন প্রার্থণা করেন তার আইনজীবিরা। এসময় মন্ত্রী পুত্র তমাল শরীফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। শুনানী শেষে বিচারক রেজাউল করিম দু’টি মামলাতেই আসামির জামিন মঞ্জুর করেন। এর আগে তিনবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারের জেরে গত ১৮ মে দুপুরে ভূমিমন্ত্রী পুত্র উপজেলা যুবলীগ সভাপতি তমাল শরীফ ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ঈশ্বরদী পৌর সদরের দু’টি বাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগে মামলা হয়। মামলার পর যৌথ অভিযান চালিয়ে মন্ত্রীপুত্র শরীফ তমালসহ ১১ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত