ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ১৫ জুন ২০১৭, ১১:১২

সাহস ডেস্ক

বরিশালে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার সময় বাধা দেওয়ায় তার বৃদ্ধ ফুফাকে পিটিয়ে হত্যা করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী তুষার ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই ঘাতকরা আত্মগোপনে রয়েছে। নিহত বৃদ্ধ পেশায় রিকশাচালক ছিলেন।

বুধবার (১৪ জুন) রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চর হোগলা গ্রামের চাঁদের হাট বাজারে এ ঘটনা ঘটে। 

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ইভটিজিংকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রাতভর চরমোনাই এলাকায় অভিযান চালিয়েছি। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হয়। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’

স্থানীয়রা জানান, ১৩ বছরের মেয়েটি চর হোগলা হাইস্কুলের ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে তুষার তাকে প্রেমের প্রস্তাব এবং নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার বিষয়টি মেয়েটির বৃদ্ধ ফুফার নজরে এলে তিনি তুষারকে গালমন্দ এবং তার পরিবারের কাছে নালিশ করেন। এতে তুষার ক্ষিপ্ত হয়ে রাতে চাঁদের হাট বাজার এলাকায় বসে তার ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে এর কিছু সময় পরেই বৃদ্ধের মৃত্যু হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত