গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে নিহত ১

প্রকাশ : ২২ জুন ২০১৭, ১৩:১১

ফরহাদ আকন্দ

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সামুদ হক্কানি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত সামুদ খোলাহাটী ইউনিয়নের ফারাজীপাড়ার মৃত আব্দুস সামাদ হক্কানির ছেলে। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার বিকালে জমি দখলের চেষ্টায় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯৫ শতাংশ জমির মালিকানা নিয়ে হাট ইজারাদার আরিফ মিয়া রিজু ও স্থানীয় নাদের আলী (নাদু) পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছি। এ নিয়ে স্থানীয়ভাবে দফায় দফায় সালিশ বৈঠক বসলেও বিষয়টি অমীমাংসিত রয়ে যায়।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক মো: আ: রউফ বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামুদ হক্কানির মৃত্যু হয়েছে। সংঘর্ষের দিন রাতেই আরিফ মিয়া রিজু বাদি হয়ে নয় জনকে আসামি করে একটি মামলা করেছেন।

গাইবান্ধা সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান বলেন, যে মামলাটি হয়েছে তা এখন হত্যা মামলা হিসেবে গৃহিত হবে। এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যেন না যায় সে জন্য পুলিশ টহল জোরদার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত