ফেরার পথেও ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

প্রকাশ : ২৫ জুন ২০১৭, ১৫:৪৬

সাহস ডেস্ক

ঈদের আনন্দ শেষে কর্মক্ষেত্রে ফেরার পথে মহাসড়কে কোনো ধরনের ভোগান্তি হবে বলে ‘নিশ্চয়তা’ দিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সারাদেশে ঈদযাত্রায় দুর্ভোগ-ভোগান্তি অনেক কম, তারপরও রাস্তায় ধীরগতি হলেও যানজট নেই। আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এজন্য আমি প্রধানমন্ত্রীকেও ক্রেডিট দিব। কারণ তিনি অবিরাম মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।  

ওবায়দুল কাদের বলেন, আসার সময়ও কোনো সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, এবার যানজট, দুর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন, যন্ত্রণা সয়েছেন; তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত