চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহার বিতরণ

প্রকাশ : ২৫ জুন ২০১৭, ১৬:৪০

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশু, দুস্থ, প্রবীণ ও অসহায় মানুষের মাঝে নতুন পোষাক ও ঈদ উপহার বিতরণ করেছে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি।

শনিবার শহরের মহানন্দা প্রবীণ নিবাসে প্রবীণদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম নিজ উদ্যোগে মহানন্দা প্রবীণ নিবাসে প্রবীণদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ নিবাস পরিচালনা পর্ষদ সভাপতি ডা. আব্দুস সালাম, সহসভাপতি অ্যাড.সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াসুর রহমান প্রমুখ।

এছাড়া সকালে পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ৮০ টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. মার্শাল, সাবেক প্রধান শিক্ষক হাসানুল মবিন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকতার কবির, আবদুল হক, আবদুল মুকিম প্রমুখ।

বস্ত্র বিতরণের পূর্বে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মামুনুর রশিদ স্মরণে দোয়া করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ৮৫ জন অসহায় শিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা বিতরণ করেছে দৈনিক প্রথম আলো। সকাল ১০টায় শহরের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে বন্ধুসভা। এসময় উপস্থিত ছিলেন বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ উপদেষ্টা শফিকুল আলম, সভাপতি আলী উজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক নাহিদুল হক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু প্রমূখ। 

এদিকে জেলার ভোলাহাট উপজেলায় সোস্যাল সার্ভার্স অ্যান্ড স্টুডেন্টস কাউন্সিলের উদ্যোগে এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে মুশরীভূজা হিলফুল ফুযুল শিশু সদনে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মাহমুদের উদ্যোগে ৩৬ জন এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আব্দুল মালেক (বিআরডিবি) এবং বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাশিদুল আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান সুপার আব্দুল হাই, সহসভাপতি তোফায়েল ইসলাম, উপদেষ্টা বদরুল আলম, প্রভাষক জিহাদ আলী প্রমুখ।

সোস্যাল সার্ভার্স অ্যান্ড স্টুডেন্টস কাউন্সিল প্রতি বছর এতিমদের বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। জেলার গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭২ জন গরিব মানুষের মাঝে সকালে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় ‘গ্রাম্য দারিদ্র নিবারণ সংস্থা (লাইফ)’ উপজেলার নুহুস্ট্যান্ড এলাকায় নিজ কার্যালয়ে এই সামগ্রী বিতরণ করে। এর মধ্যে রয়েছে সেমাই, চিনি, বুন্দিয়া, পাপড়, সয়াবিন তেল।

এসময় উপস্থিত ছিলেন লাইফ সভাপতি আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সমাজসেবক আবুল কালাম আজাদ প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত