ইসির অধীনেই নির্বাচন: ওবায়দুল কাদের

প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৮:০৬

সাহস ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনে শেখ হাসিনার সরকার সহায়ক সরকারের ভুমিকা পালন করবে। এটাই আমাদের সংবিধানের নিয়ম।

তিনি আজ মঙ্গলবার (২৭ জুন) কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। নির্বাচনে সেনাবাহিনী ভুমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে যেভাবে সেনাবাহিনীর ভুমিকা নির্ধারিত আছে, ঠিক সেভাবেই সেনাবাহিনী নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ি দায়িত্ব পালন করবে।

মন্ত্রীর সঙ্গে কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের সংসদ সদস্য আমীর হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়াসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, গোমতী, মৌটুপি, শিবপুর ও হাদিরখাল এ চারটি সেতু আগামী জুলাই মাসে চালু হবে। সেতুগুলো চালু হলে লোকজন কম সময়ে ঢাকা চট্রগ্রাম ও কুমিল্লা যাতায়াত করতে পারবেন। এতে দূরত্ব ও যাতায়াতের সময়ও কমে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত