হিলি ও আশপাশের সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশ : ৩০ জুন ২০১৭, ১৪:০০

হিলি প্রতিনিধি

সীমান্তের সুরক্ষায় এবং নজরদারিতে বাড়তে দিনাজপুরের হিলি ও এর আশপাশের সীমান্তে দ্বিতীয় দফার আরও ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৭টি সিসি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপনের কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে হিলি চেকপোস্ট গেট থেকে রেল স্টেশন পর্যন্ত এক কিলোমিটার সীমান্ত জুড়ে ১৮টি সিসি ক্যামেরা ও ১৯টি সার্চলাইট স্থাপন করা হয়।

এনিয়ে সীমান্তের মোট ৪ কিলোমিটার এলাকা জুড়ে ৩৫টি সিসি ক্যামেরা ও ৩৬টি সার্চলাইট স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তে স্থাপিত এসব সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের অবৈধ পারাপার, চোরাচালান নিয়ন্ত্রণসহ সীমান্তে নজরদারি আরো বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন বিজিবি কর্মকর্তারা। এসব সিসি ক্যামেরা দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে বলেও জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত