চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রকাশ : ০১ জুলাই ২০১৭, ১১:০৭

চাঁপাইনবাবগঞ্জে ১৬২তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষেরা শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে।

জেলার নাচোল উপজেলায় নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।

এতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হকসহ আদিবাসী নেতৃবৃন্দ ও দূর-দূরান্ত থেকে আসা সাঁওতাল, ওরাঁও, মুন্ডাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিস্বত্তার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমব্রমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ইউএনও নাজমুল হক, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ওরাঁওদের নাচোল ও নওগাঁ নিয়ামতপুর দিঘরী পরিষদের রাজা বাবুলাল টপপো, চাঁপাইনবাবগঞ্জের জেষ্ঠ্য সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, আদিবাসী নেতা দিপক কিসকু, বিশ্বনাথ মাহাতো, মন্টু খালকো, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত