তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিমলায় সংঘর্ষে নিহত ১, আহত ১২

প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১১:৩৫

এম ইসলাম সুজন

নীলফামারীর ডিমলায় রাস্তা দিয়ে ট্রাক্টর করে বালু পরিবহন করার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের এক ইউপি সদস্যের সাথে ট্রাক্টরের মালিকের সংঘর্ষ বাধলে এতে ১৩ জন আহত হন। আহতদের মধ্যে জাহেদ আলী (৫০) নামের একজন রংপুর হাসপাতালে রবিবার (২ জুলাই) বিকালে মারা যান। ঘটনার পর পুলিশ ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর পক্ষের লোকেদের নজরদারিতে রেখেছেন।

রোববার সকালে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বিন্যাকুড়ি নামক স্থানে আব্দুর রশিদ গ্রামের মাটির রাস্তা দিয়ে মাহিদ্র ট্রাক্টর করে বালু পরিরহন করার সময় একই ইইনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বাধা প্রদান করেন।

এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বাধলে আব্দুর রশিদের পক্ষে জাহেদ আলী (৫০), মোজাফ্ফর হোসেন (৪০), আমিনা বেগম (৪৫), আব্দুর রশিদ (৩০), মশিয়ার রহমান (৪৫), মনছুর আলী (৩০),  অপর দিকে ইউপি সদস্য আমিনুর রহমান (৫০), পুত্র  হাসানুর রহমান (২৮) ও হাবিবুর রহমান (২৫), জামাতা আসাদুজ্জামান (৩০), ভাই নুরল হক (৬৫), নুর হোসেন (৩৫) ও ভাতিজা শাহিন আলম (১৯) আহত হয়ে ডিমলা হাসপাতালে ভর্তি হন।

আহতদের মধ্যে জাহেদ আলী, মোজাফ্ফর হোসেন, নুরল হক ও আমেনা বেগমকে রংপুর হাসাপাতালে হস্তান্তর করা হয়।

রংপুর হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার সময় বিকালে জাহেদ আলী মারা যায়। ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, বাস্তায় দিয়ে বালু পরিবহনকে কেন্দ্র করে ইউপি সদস্যসের সাথে ট্রাক্টরের মালিকের সংঘর্ষ বাধে।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, জাহেদ আলী নামে একজনের মৃত্যুর কারণে ডিমলা হাসপাতালে অপর পক্ষের লোকদের পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আসামিদের গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত