দেশে বিমান ভ্রমণে ফটো আইডি লাগবে

প্রকাশ : ০৫ জুলাই ২০১৭, ১৮:৩২

সাহস ডেস্ক

এবার থেকে আন্তর্জাতিক ভ্রমণের পাশাপাশি বিমান বাংলাদেশসহ যেকোনো বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণে আইডিকার্ড বাধ্যতামূলক করা হয়েছে। 

৫ জুলাই (বুধবার) সিভিল এভিয়েশন অথোরিটি এ সিদ্ধান্তের কথা জানায়। সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত এ বিষয়ক একটি বিজ্ঞপ্তিও এই তথ্য প্রকাশ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনে থাকা সব এয়ারলাইন্সকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ বিভাগের) শাকিল মেরাজ বলেন, চিঠিটা বিমান ৪ জুলাই (মঙ্গলবার) মেইলে পেয়েছে। নির্দেশনাটি যতদ্রুত সম্ভব কার্যকর করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস, অর্থাৎ উড়োজাহাজে চড়ার অনুমতি পাওয়া যেত। 

এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের টিকেটের সঙ্গে তাদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত