হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হলেও বাজারে প্রভাব নেই

প্রকাশ : ০৭ জুলাই ২০১৭, ১৫:৩৩

হিলি প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হলেও পাইকারি বাজারে এর তেমন প্রভাব পড়ছে না। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি কেজি চালের আমদানি শুল্ক ৬ টাকা কমলেও দেশের বাজারে চালের দাম কমেছে ৩ টাকা।

এদিকে বাংলাদেশে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে ভারতীয় ব্যবসায়ীরা চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে। যে চাল কিছুদিন আগে প্রতি মেট্রিক টন ৩৯০ থেকে ৪০০ মার্কিন ডলারের আমদানি করা হতো সেই একই চাল এখন ভারত থেকে আমদানি হচ্ছে ৪২০ থেকে ৪৩০ মার্কিন ডলারে।

আমদানিকারক হারুনুর রশীদ বলেন, ভারতীয় ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশের বাজারে চালের দাম আশানুরুপ কমছে না।

দেশের খোলাবাজারে ভোক্তা পর্যায়ে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত ২০ জুন চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে সরকার। সেই সাথে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটিও পুরোপুরি তুলে নেওয়া হয়। এতে প্রতি কেজি চালের দাম ৬ থেকে ৭ টাকা কমার কথা থাকলেও বাস্তবে দাম কমেছে মাত্র ৩ টাকা।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, চালের আমদানি শুল্ক কমানোর পর ঈদের আগে ও পরে গত ৬ কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় চাল ৭ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত