পিরোজপুরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৬:৩৭

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলা শহরের সড়ক ও জনপথের রাস্তার পাশে গড়ে ওঠা প্রায় কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান চালায় পিরোজপুর জেলার সড়ক ও জনপথ বিভাগ।

এ সময় পিরোজপুর শহরের পিটিআই মোড় থেকে পুরাতন বাসস্টান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জায়গায় কয়েক শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: শরিফুল ইসলাম (উপ-সচিব)। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: শরিফুল ইসলাম (উপ-সচিব) বলেন, দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথের রাস্তার পাশ দখল করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা করে আসছিল। তাই রাস্তার দুই পাশ অবৈধ দখল মুক্ত করার লক্ষেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতরের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে তা চিহ্নিত করা হয় এবং প্রায় এক সপ্তাহ যাবত এসব এলাকায় অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য মাইকিং করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত