স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন করা হবে: আইনমন্ত্রী

প্রকাশ : ২৭ জুলাই ২০১৭, ১৮:৩০

সাহস ডেস্ক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দেশে একটি স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন করা হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এটি শতভাগ এক দিনেই হবে না। এটি ধাপে ধাপে হবে।’ 

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০১৭ এর তৃতীয় কার্য অধিবেশন শেষে বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই প্রসিকিউশন সার্ভিসে নিয়োগের দায়িত্ব বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কিনা সে ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে। 

তিনি বলেন, জিপি, পিপি, এপিপি এবং এজিপিদের বেতন-ভাতা বাড়ানোর শুধু চিন্তা-ভাবনা করা হচ্ছেনা- এটি প্রস্তাব আকারে আসছে।

কার্য অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত