কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ : ০১ আগস্ট ২০১৭, ১৬:২৬

সাহস ডেস্ক

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নছিমনের দুই যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- হালিমা খাতুন (৪০) ও আবদুল্লাহ (৪৫)। 

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে  ৩১ জুলাই (সোমবার) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ৩১ জুলাই (সোমবার) রাতে গড়াই পরিবহনের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুরে বিপরীতমুখী যাত্রীবোঝাই নছিমনকে ধাক্কা দেয় বাসটি। এতে নছিমনে থাকা ১৩ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।  রাতেই সেখানে হালিমা ও আবদুল্লাহ নামের দুজন যাত্রীর মৃত্যু হয়। 

হালিমা খাতুন কুষ্টিয়ার সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। অপরজন একই জেলার কুমারখালী উপজেলার নিয়ামতবাড়িয়ার সিরাজুল ইসলামের ছেলে।

আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বলেন, হতাহতদের সবাই নছিমনের যাত্রী ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত