জামিন পেলেন সাংবাদিক আব্দুল লতিফ

প্রকাশ : ০২ আগস্ট ২০১৭, ১৭:০১

সাহস ডেস্ক

তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। 

২ আগস্ট (বুধবার) বেলা ১১টা ৪০ মিনিটে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলের বিচারক নুসরাত জাবিন শুনানি শেষে লতিফের এ জামিন মঞ্জুর আদেশ দেন।

সাংবাদিক লতিফের পক্ষে তার আইনজীবী ১০ হাজার টাকার বন্ড জমা দেন আদালতে। আদেশে বলা হয়, এ মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

৩১ জুলাই (সোমবার) রাত আড়াইটায় সাংবাদিক লতিফকে পুলিশ গ্রেপ্তার করে। আর ১ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

প্রসঙ্গত, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রতিমন্ত্রীর পাসপোর্ট ছবি ব্যবহার করার কারণে অপর এক সাংবাদিক সুব্রত ফৌজদার এ মামলাটি দায়ের করেন।

সাংবাদিক লাতিফকে গ্রেপ্তারের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত