দুদকের ১৩ মামলা থেকে অব্যাহতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ছোট ভাইয়ের

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৭, ১৪:১৭

লালমনিরহাট প্রতিনিধি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১৩ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রীর ছোট ভাই মাহবুবুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান বলেন, দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচলাক মোহাম্মদ জাকারিয়া বাদি হয়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কালীগঞ্জ থানায় আমার বিরুদ্ধে মামলাগুলো করেন। ওই সময় আমি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। নিয়মানুযায়ী মামলা দায়েরের পর দুদকেই দীর্ঘদিন ধরে সেগুলোর তদন্ত করে। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলাগুলোতে ভুয়া প্রকল্প দেখিয়ে জি আর চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। ৪০৯ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে আদালত আমাকে সব মামলা হতে অব্যহতি দিয়েছেন। এ মামলার অপর আসামি কালীগঞ্জের তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নভেন্দু নারায়ন চৌধুরীও অব্যহতি পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত