চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষির্কী পালিত

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৭, ১৭:৪৯

চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মির্নী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা তাদের পাঠানপাড়ার নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করে। 

জেলা শাখা চেয়ারম্যান আ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা’র সভাপতিত্বে ও দায়িত্বপ্রাপ্ত জেলা কর্মকর্তা সুফিয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মহিলা সংস্থার সদস্য তাসমিমা আনোয়ার, সহকারী প্রোগ্রামার তাসরীন সুলতানা, নকশী কাঁথা ট্রেড ট্রেইনার সেনোরা বেগম, দর্জি ট্রেড ট্রেইনার রেহেনা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মে তার স্ত্রী হিসেবে ফজিলাতুন নেছা মুজিবের অবদান এবং স্বতন্ত্র মানুষ হিসেবে ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্ম তুলে ধরেন।

অনুষ্ঠানে সংস্থার সদস্য, সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী নারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত