রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ২৪ অাগস্ট

প্রকাশ : ১০ আগস্ট ২০১৭, ১১:০৫

সাহস ডেস্ক

আগামী ২৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে ৬ দলের সঙ্গে ঈদের আগে সংলাপ শেষ করা হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, ঈদের আগে নির্বাচন কমিশন ২৪ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বিকেল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২৮ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বিকেল ৩টায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিকেল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে বসবে।

তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকার শেষ দিক থেকে পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ যারা তালিকার শেষে রয়েছেন তাদের আগে ডাকা হচ্ছে।

প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতি দলের ১০জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত