পিরোজপুরে দুটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে খালে

প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ১৩:২৪

পিরোজপুর প্রতিনিধি

খুলনা-পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে ভান্ডারিয়া উপজেলার মাদার্শী নামক স্থানে দুটি মালবাহী ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে খালে পড়ে উপকূলীয় এলাকার ১১ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার রাত ৩টার দিকে পাথরবোঝাই দুটি ট্রাক একসাথে মাদার্শী ব্রিজের উপর ওঠায় বেইলি ব্রিজটি ভেঙ্গে ট্রাক দুটি খালে পড়ে যায়। এ ঘটনার পর থেকে ট্রাক দুটির চালক ও হেলপার পলাতক রয়েছে।

ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে বরগুনা, পাথরঘাটার, মঠবাড়িয়া সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১১টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এই পথে চলাচলকারী জনসাধারণ।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: ফখরুল ইসলাম জানান, ব্রিজটি আগে থাকতেই ঝুকিপূর্ণ ছিল। তাই অতিরিক্ত মাল বোঝা ট্রাক উঠার কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে। ট্রাক দুটি উদ্ধারের জন্য বরিশাল থেকে ক্রেন আনার ব্যবস্থা চলছে। খুব শিঘ্রই ট্রাক দুটি উদ্ধার করা হবে। তবে ব্রিজটি পূর্ণ নির্মাণ করতে আরো এক থেকে দেড় মাস সময় লাগবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত