শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ১৩:২৪

সাহস ডেস্ক

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইকবাল ফকির মাইকেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়। ইকবালের বাড়ি মালতকান্দি গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিন ফকিরের ছেলে।

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, ১১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় বর্তমান চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আলীমুজ্জামান মীরমালতের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর ধারবাহিকতায় ১১ আগস্ট (শুক্রবার) সংঘর্ষ বাঁধে। এতে আলীমুজ্জামান মীরমালত গ্রুপের মাইকেল নামে এক যুবক নিহত হয়।

স্থানীয়রা জানান, ১১ আগস্ট (শুক্রবার) দুপুরে জাকির গাজীর সমর্থকদের মারধর করে দাদন মীরবহরের সমর্থকেরা। পরে সন্ধ্যা ৬টায় জাকির গাজীর সমর্থকেরা দাদন মীরবহরের আন্দারমানিক বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ও বোমা হামলা চালায়। তখন দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইকবাল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত