বন্যায় বন্ধ হয়েছে বুড়িমারী স্থলবন্দর

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ১৯:৪৪

আসাদুজ্জামান সাজু

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা, ধরলা, বুড়ি তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটে আবারও বন্যা দেখা দিয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর বন্যার পানিতে ডুবে যাওয়ায় আমদানি-রফতানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ওই বন্দরের আমদানি-রফতানি কারক আনোয়ারুল ইসলাম বিপু।

একই সাথে বন্যা কবলিত হাতীবান্ধা উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বন্যা কবলিত এলাকাগুলোর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান।

জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধির কারণের এ বন্যা দেখা দেয়। বন্যার পানিতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় পড়ে আছে।