‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় সোহেল মাহফুজের জবানবন্দি

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৭, ১৪:২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে চার জঙ্গি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি শীর্ষ জেএমবি নেতা সোহেল মাহফুজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহীদুল ইসলামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।

সোহেল মাহফুজ ঢাকার গুলশানের ‘হলি আর্টিজান’ বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, আদালতে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল নিজে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকা সম্পর্কে এবং গত ২৬ ও ২৭ এপ্রিল শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নে ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে নিহত আবুসহ ৪ জন তার অনুসারী ছিল মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জবানবন্দী গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, শীর্ষ জঙ্গি নেতা সোহেল মাহফুজকে (৩৫) গত ৮ জুলাই ভোররাতে শিবগঞ্জ উপজেলার চৌডালা সড়ক পার্শ্বের একটি আমবাগান থেকে সঙ্গি ৩ নব্য জেএমবি সদস্যসহ গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ। ওই দিনই তাকে ঢাকা নিয়ে গিয়ে হলি আর্টিজেন মামলায় আদালতে তোলা হয়।

অপরদিকে, ২৭ এপ্রিল বিকেলে ঈগল হান্ট অভিযান শেষে জঙ্গি আস্তানা থেকে আহতাবস্থায় উদ্ধার ও গ্রেপ্তার করা হয় অভিযানে নিহত আবু’র স্ত্রী সুমাইয়াকে।