শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৭, ১৭:০৯

সাহস ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে দণ্ডিতের ১০ হাজার টাকা অর্থদণ্ড আনাদায়ে দণ্ডিতকে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

১৩ আগস্ট (রবিবার) ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে কারাগারে থাকা এ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে, ২০১৫ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠুরিয়ার মহুরিপট্টি মুরাদ মেম্বরের শশুরের বাড়ির ভাড়াটি আসামি জালাল উদ্দিন কর্তৃক শিশুটি ধর্ষিত হয়। ওই ঘটনায় ধর্ষিতার মা পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ওই বছর ১৮ আগস্ট চার্জশিট দাখিল করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান মিয়া। পরের বছর ৩ এপ্রিল ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন। মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল ১১ জনের মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।

দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরশেফালী গ্রামের মো. গণি চৌকিদারের ছেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত