এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ১৬:২১

চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা মিলিতভাবে শোক র‌্যালি করেন।

র‌্যালিটি চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্রেজারার শাহরিয়ার কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান ও আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাব আলী বক্তব্য দেন।

বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসের অন্যতম কলংকময় হত্যাকাণ্ড হচ্ছে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে  স্বপরিবারে হত্যা করা। বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত