আগামীকাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৩৭

সাহস ডেস্ক

রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়েছে। তাই আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) থেকেই পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেলভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

রেলমন্ত্রী সাংবাদিকদের জানান, ১৮ থেকে ২২ আগস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে কেনা যাবে টিকিট।

জানা গেছে, ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। ১৯ আগস্ট পাওয়া যাবে ২৮ আগস্টের টিকিট। ২০ আগস্ট মিলবে ২৯ আগস্টের টিকিট। ২১ আগস্ট কেনা যাবে ৩০ আগস্টের টিকিট। সবশেষ ২২ আগস্ট দেওয়া হবে ৩১ আগস্টের টিকিট।

যাত্রীরা ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত কিনতে পারবেন ফিরতি টিকিট। প্রথম দিন বিক্রি হবে ৩ সেপ্টেম্বরের টিকিট। ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট কেনা যাবে যথাক্রমে ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বরে যাত্রার টিকিট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত