টিকেটের জন্য কমলাপুর স্টেশনে ভোর থেকে লাইন

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১৫:৪৫

সাহস ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ২৮ আগস্টের টিকেট। ১৯ আগস্ট (শনিবার) সকাল ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ২৩টি কাউন্টার থেকে টিকেট বিক্রি শুরু হয়।

১৮ আগস্ট (শুক্রবার) এর চেয়ে ১৯ আগস্ট (শনিবার) ভিড় বেশি দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে কেনা যাবে টিকেট। প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্বনির্ধারিত সময়সূচির খবর নিয়ে আজও ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেন টিকেট প্রত্যাশীরা। সকাল ৮টায় কাউন্টার খুলে দেওয়া হয়। আড়াই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করে নির্ধারিত মূল্যে টিকেট কিনছেন বলে জানান টিকেট সংগ্রহ করতে কমলাপুরে আসা একাধিক যাত্রী।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল ২০ আগস্ট (রবিবার) মিলবে ২৯ আগস্টের টিকেট। ২১ আগস্ট (সোমবার) কেনা যাবে ৩০ আগস্টের টিকেট। সবশেষ ২২ আগস্ট (মঙ্গলবার) দেওয়া হবে ৩১ আগস্টের টিকেট।

যেকোনো বাড়তি চাপ সামলাতে রেলওয়ে প্রস্তুত। ঈদের সময় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্টেশন ব্যবস্থাপক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত