ভোলাহাটে বিজিবি’র ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১৪:৩৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবাসী বন্যাদুর্গত জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে চরধরমপুর উচ্চ বিদ্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ সাজ্জাদ, ৫৯’বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল রাশেদ আলী, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইয়াসিন আলী সহ অনান্যরা।

১৫০টি বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, দেড় লিটার বিশুদ্ধ পানি, হাফ কেজি লবন ও ২৫০ গ্রাম গুড়ের একটি করে ত্রাণের প্যাকেট প্রদান করা হয়। 

পরে সেক্টর ও ব্যাটালিয়ন কমান্ডার বন্যা পরিস্থিতি দেখতে চরধরমপুর ও জেকে পোলাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং আগামীতে দুর্গতদের পাশে থাকার কথা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত