বেনাপোলে হুন্ডির চার লাখ টাকাসহ স্কুলছাত্র আটক

প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১৮:১৮

সাহস ডেস্ক

বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির চার লাখ টাকাসহ রায়হান (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার উত্তর পুটখালী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

রবিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে এক স্কুলছাত্র সাইকেলযোগে বিপুল পরিমাণ হুন্ডির টাকা ভারতে পাচার করার জন্য সীমান্ত এলাকায় যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি পোস্টের টহল দলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রায়হানকে আটক করে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে চার লাখ টাকা উদ্ধার করেন।

২১ বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রায়হানকে টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান সুবেদার আবুল হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত