৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি

প্রকাশ : ২২ আগস্ট ২০১৭, ১৫:৪৩

সাহস ডেস্ক

৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা দেয়নি হজ এজন্সিগুলো। ফলে এসব হজযাত্রী সৌদি আরবে যেতে পারছেন না। আজ (২২ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৯৪ হাজার ৪১০ জন হজযাত্রী। ক্রমাগত ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। হজ অফিস সূত্রে আজ মঙ্গলবার (২২ আগস্ট) এসব তথ্য জানা গেছে।

ভিসা আবেদন জমা না দেওয়া প্রসঙ্গে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘নানা কারণে ভিসা আবেদন জমা নাও পড়তে পারে। হজযাত্রীর অসুস্থতা, আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে নিজে থেকেই হজে নাও যেতে  পারেন। তবে কোনও যাত্রী যদি অভিযোগ করেন, তিনি টাকা জমা দেওয়ার পরও এজেন্সি ভিসার আবেদন জমা দেয়নি, তবে সেই এজেন্সির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, ‘১ লাখ ২৬ হাজার ২০৫ জনের ভিসার আবেদন জমা পড়েছে। আমার আশা করছি, কোনও ধরনের সমস্যা না হলে সবাই ভিসা পাবেন।’

হজযাত্রী পরিবহন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুর দিকে ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে। বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে আমরা অনুরোধ জানিয়েছি, তারা যেন অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে। সেজন্য তারা সৌদি সরকারের কাছে আবেদনও জমা দিয়েছে। আশা করছি, দুদিনের মধ্যে অনুমিত পাওয়া যাবে।’

প্রসঙ্গত, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত