১৭তম সংসদ অধিবেশন শুরু ১০ সেপ্টেম্বর

প্রকাশ : ২২ আগস্ট ২০১৭, ১৮:১১

সাহস ডেস্ক

চলতি দশম সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। 

২২ আগস্ট (মঙ্গলবার) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, সাংবিধনিক বাধ্যবাধকতার এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে।

সংবিধানের বিধান অনুসারে দু’টি অধিবেশনের মধ্যকার বিরতি ৬০ দিনের বেশি হতে পারবে না। সংসদের ষোড়শ অধিবেশন গত ১৩ জুলাই শেষ হয়।

অল্প কয়েকদিনের জন্য হলেও আসন্ন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাস হতে পারে। এছাড়া এবারের অধিবেশনে আদালতের রায় বাতিল হওয়া ষোড়শ সংশোধনী নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে। আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য এমন ইঙ্গিত দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত